পিঙ্ক:অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় নির্মিত ‘পিঙ্ক’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তাপসী পান্নু, অমিতাভ বচ্চন, অঙ্গদ বেদি, কৃতি কুলহারিসহ আরও অনেকে। এ সিনেমায় সম্মতির মতো সংবেদনশীল বিষয়কে তুলে ধরেছিল অত্যন্ত সূক্ষ্মভাবে। বিগ বি (অমিতাভ বচ্চন) এখানে এক আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি মেয়েদের হয়ে লড়াই করেন এবং একটি শক্তিশালী বার্তা দেন, ‘না মানে না’। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রকে প্রায়ই ভারতে নারীর অধিকার নিয়ে আলোচনার ধারা বদলে দেওয়ার জন্য কৃতিত্ব দেওয়া হয়। ছবিটি দেখতে পাওয়া যাবে জিও হটস্টার এ।আইতরাজ:২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় অক্ষয় কুমার, কারিনা কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এই ছবির কাহিনি এক ব্যবসায়ীর গল্পকে কেন্দ্র করে। বিবাহিত জীবনে সুখে থাকা সেই ব্যবসায়ীর জীবনে ঝড় নামে যখন তার প্রাক্তন প্রেমিকা ফিরে আসে। তখন ব্যবসায়ীর বসের স্ত্রী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ...