সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে ঘগোয়া খালের ওপর ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের বরাদ্দে একটি সেতু নির্মাণ কাজ শেষ হয় ৬ মাস আগে। কিন্তু সেতুর দু’পাশে মাটি ভরাট না করায় জনগণের দূর্ভোগ বেড়েছে। বাধ্য হয়ে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকাবাসি মিলে দু’পাশে বাঁশের সাঁকো তৈরি করে সেতুর সাথে সংযোগ দিয়ে পারাপার হচ্ছেন। কিন্তু কোন যানবাহন চলাচল করতে পারছে না। সে সাঁকোও এখন নড়বড়ে হয়েছে। সেতুর দু’পাশেই আছে বাজার, কয়েকটি প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসা। সবার মনে আশা সেতুটির দু’পাশে মাটি ভরাট করা হলে সবাই হাসি-খুশিতে আসা-যাওয়া করতে পারবে। রিকশা, ভ্যানসহ যানবাহন, জরুরী স্বাস্থ্যসেবায় রোগীদের গাড়ী চলাচল করতে পারবে। এতে সবার উপকার হবে। কিন্তু মনের আশা মনেই উকিঁ মারছে। সেতু হয়েছে সংযোগ সড়ক...