বাংলাদেশের টেলিভিশন নাটকের জগতে অভিনয়ের মানচিত্রে কিছু নাম আজও দর্শকের মনে অনুরণিত হয়। সেই তালিকায় অন্যতম একজন হলেন জিতু আহসান। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে নতুন করে আলোচনায় আসে তার দীর্ঘ পথচলা, সাফল্য আর সংগ্রামের গল্প। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে জিতু আহসান জন্ম থেকেই এক সাংস্কৃতিক পরিবারে বড় হয়েছেন। তার বাবা মঞ্জুর আহসান ছিলেন মুক্তিযোদ্ধা এবং টেলিভিশনের প্রযোজক। সেই সূত্রেই ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। মাত্র শিশু বয়সে তিনি প্রথম অভিনয় করেন জনপ্রিয় নাটক ‘এই সেই’-এ। পর্দায় প্রথম আবির্ভাবেই তিনি নজর কাড়েন দর্শকের। টেলিভিশনে ধারাবাহিক নাটকের উত্থান যেমন হয়েছে, তেমনি একক নাটকের ধারায়ও দর্শকরা পেয়েছেন অসাধারণ কিছু শিল্পী। সেই তালিকায় জিতু আহসান বরাবরই আলাদা। একেক চরিত্রে একেকভাবে নিজেকে বদলে ফেলা, অভিনয়ের সূক্ষ্মতা ফুটিয়ে তোলা-এটাই তাকে অনন্য করে...