চট্টগ্রামের ব্যবসায়ী মাসুদ কায়সার হত্যার মামলায় আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’কে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার শুনানি শেষে এ আদেশ দেন। জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। কিন্তু আদালত উভয়পক্ষের যুক্তি শোনার পর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের ২৯ আগস্ট হাটহাজারীর কুয়াইশ অনন্যা আবাসিক এলাকায় আনিসুর রহমানকে গুলি করে হত্যা করা হলে নিহতের স্ত্রী বাদী হয়ে সাজ্জাদসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। এরপর গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি থেকে পুলিশ সাজ্জাদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না শারমিন ফেসবুক লাইভে এসে দাবি করেন কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন কেনা...