বন্দুকধারী গুলির পর ছাদ থেকে নেমে পাশের বনের ভেতর পালিয়ে যান। ঘটনাস্থলের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনী একটি মাউজার পয়েন্ট-৩০ ক্যালিবার বোল্ট-অ্যাকশন রাইফেল উদ্ধার করে, যা তোয়ালে দিয়ে মোড়ানো ছিল। অত্যাধুনিক অস্ত্রটির চেম্বারে একটি খালি কার্তুজ পাওয়া যায়, আর ম্যাগাজিনে আরও তিনটি গুলি ভর্তি ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতের তালুর ছাপ ও জুতার ছাপও সংগ্রহ করেছে। অস্ত্র, গুলিসহ অন্যান্য প্রমাণ ফেডারেল ল্যাবে ফরেনসিক বিশ্লেষণের জন্য নেয়া হয়েছে।প্রাথমিক তথ্য বিশ্লেষণের পর তদন্তকারীদের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি কলেজ পড়ুয়া বয়সের হওয়ায় সহজেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিশে যেতে পেরেছিল। তবে এখনো তার পরিচয় বা হত্যার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানানো সম্ভব হয়নি। এই ঘটনাকে বিশ্বের অন্যতম শক্তিধর এবং শীর্ষ অর্থনীতির দেশটিতে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।ঘটনার নিন্দা জানিয়েছেন ট্রাম্পসহ ডেমোক্র্যাট নেতারাও। ট্রাম্প ঘোষণা...