দুজন দুই ভিন্ন জগতের তারকা। দুজনকে একসঙ্গে দেখতে পাওয়াটা অনেকের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। বড় অঙ্কের অর্থে এ জুটিকে বিজ্ঞাপনের প্রস্তাব দিয়েও সূচি পায় না অনেক প্রতিষ্ঠান। সেখানে কি না একটি রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হলো বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে। এমনই এক তথ্য ফাঁস করেছেন ভারতীয় নারী দলের ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ।তিনি জানান, নিউজিল্যান্ডে একই সময়ে ভারতের নারী ও পুরুষ দলের সিরিজ চলছিল ভিন্ন দুই দলের বিপক্ষে। সেই সময় কোহলির কাছ থেকে পরামর্শ নিতে যান জেমিমা। সেখানে ছিলেন স্মৃতি মন্ধানাও। হোটেলের একটি ক্যাফেতে দেখা হয়েছিল তাদের।আলোচনা চলাকালেই তাদের সঙ্গে যোগ দেন বিরাটের স্ত্রী আনুশকা। সে হোটেলেই ছিলেন তিনি। ধীরে ধীরে ক্রিকেট থেকে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে শুরু করেন তারা। আড্ডা জমে উঠেছিল, তখনই ঘটে ছন্দপতন।জেমিমা বলেন, ‘দেখে...