১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম নীলফামারী ও সৈয়দপুরে স্বল্প জমি থেকে বেশি ফসল উৎপাদনের লক্ষ্যে আউশ ৮৪ জাতের ধান চাষ শুরু হয়েছে। চারা বপন থেকে ধান ঘরে তোলার সময় লাগে ১০৫–১১৫ দিন। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষন জানান, এই জাতের ধানকে আপদকালীন ফসল হিসেবে চিহ্নিত করা হয়। প্রান্তিক চাষীরা ভাদ্র, আশ্বিন ও কার্তিক মাসে খাদ্যের মজুদ শেষ হওয়ার সময় এটি বপন করলে ঘরে সময়মতো ফসল আসে। আউশ ৮৪ ধান কাটার পর খড়ও বিক্রি করা যায়, যা ফসলের অর্ধেক উৎপাদন খরচ মেটাতে সহায়তা করে। তিনি আরও বলেন, এই ধান চাষ করলে এক বছরের মধ্যে একই জমিতে তিনটি ফসল আবাদ সম্ভব। প্রতি বিঘা জমিতে ১৫ মণ ধান উৎপাদন হয়, যার বাজার মূল্য ২২–২৪ হাজার...