স্থানীয়রা জানান, ভোরে শহরের দিক থেকে আসা প্রাইভেটকারটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় গাড়ির ভেতর থেকে উচ্চস্বরে গান বাজানো এবং যাত্রীদের মাতলামির দৃশ্য তারা দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই আতঙ্ক সৃষ্টি হয় আশপাশের এলাকায়। প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল বলেন, গাড়ির স্পিড এত বেশি ছিল যে, মনে হচ্ছিল রাস্তার ওপরে উড়ে যাচ্ছে। দোকানে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে এক বিকট শব্দ হয়। দৌঁড়ে এসে দেখি দোকানদার রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। নিহতের আত্মীয় হাফিজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, মদ খেয়ে এভাবে গাড়ি চালালে আমরা রাস্তায় কতটুকু নিরাপদ? এখন যে আমাদের পরিবার নিঃস্ব হয়ে গেলো, তার কী হবে? দোষীদের...