বলিউড অভিনেত্রী দিয়া মির্জার মা বাঙালি, আর বাবা ছিলেন জার্মান নাগরিক। দিয়ার বয়স যখন দশ বছর, তখন তার বাবা মারা যান। এরপর তাকে দত্তক নেন এক মুসলিম দম্পতি। দিয়া তার পালক পিতার পদবি নিজের নামের সঙ্গে ব্যবহার করেন; তার পালক বাবার নাম আহমেদ মির্জা। সম্প্রতি কলকাতায় পরিবেশ সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এক আলোচনাসভায় অংশ নেওয়ার সময় এই বিষয়গুলো প্রকাশ করেছেন দিয়া। এক সাক্ষাৎকারে দিয়া বলেন, ‘‘পরিবেশ সচেতনতা বজায় রাখতে আমি গত দশ বছর ধরে প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করি না।’’ মুসলিম পরিবারের শিক্ষার প্রভাব নিয়েও দিয়া বলেন, ‘‘আমি স্পষ্টভাবে বাংলা বলতে পারি কারণ আমার মা বাঙালি। বাবা ছিলেন জার্মান খ্রিস্টান। আমি নয় বছর বয়সে বাবাকে হারাই। তারপর এক মুসলিম পরিবারে বড় হয়েছি। তারা আমাকে দত্তক নিয়েছিলেন। সেই পরিবারের শিক্ষা আজও আমার...