ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার প্রথম পরিচয় হয় ২০১৩ সালে এক শ্যাম্পুর বিজ্ঞাপনের সেটে। সেখান থেকেই তাদের সম্পর্কের যাত্রা শুরু। চার বছর ডেটিং করার পর ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে সাতপাকে বাধা পড়েন এ তারকাজুটি। আবার বিয়ের চার বছর পর ২০২১ সালের জানুয়ারি মাসে কন্যাসন্তান ভামিকার বাবা-মা হন এ তারকা দম্পতি। গত বছর ফেব্রুয়ারিতে আনুশকার কোল আলো করে আসে দ্বিতীয় সন্তান অকায়। এ তারকা দম্পতি তাদের সন্তানদের সামাজিকমাধ্যম থেকে দূরে রেখেছেন। ভালোবাসার মানুষ সঙ্গে থাকলে ঘড়ির কাঁটার স্পিড যেন আচমকাই বেড়ে যায়। ঠিক তেমনি তারই মাসুল গুনতে হয়েছিল তারকা দম্পতি বিরাট-আনুশকাকে। এই সেলিব্রিটি দম্পতি হামেশাই সংবাদ শিরোনামে উঠে আসেন, যদিও নিজেদের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখাই তাদের পছন্দ। এদিকে এ তারকা দম্পতিকে নিয়ে মজার তথ্য সামনে...