আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিশাদ হোসেন। বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে ষষ্ঠ বোলার হিসেবে বল হাতে এই ফিফটি করেছেন তিনি। গতকাল এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে এই কীর্তি গড়েন রিশাদ। এদিন মাইলফলক স্পর্শের রাতে নতুন আরেক কীর্তিও গড়েছেন এই লেগ স্পিনার। বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দ্রুততম সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি। যেখানে রিশাদ পেছনে ফেলেছেন দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসানকে। দ্রুততম সময়ে উইকেটের ফিফটি তোলার পথে সাকিবকে পেছনে ফেললেও মুস্তাফিজুর রহমানকে টপকাতে পারেননি রিশাদ। ৫০ উইকেট শিকার করতে তিনি সময় নিয়েছেন ৪১ ইনিংস। আর এই মাইলফলক স্পর্শ করতে ৪২ ইনিংস লেগেছিল সাকিবের। অন্যদিকে সবার ওপরে থাকা মুস্তাফিজ মাত্র ৩৩ ইনিংসে তুলেছেন ৫০ উইকেট। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের...