দীর্ঘমেয়াদে অবশ্য নয়, মৌসুমের বাকি সময়টায় ধারে তুরস্কের ক্লাবে খেলবেন ২৯ বছর বয়সী গোলকিপার। তুরস্কের ট্রান্সফার উইন্ডোর শেষ হচ্ছে শুক্রবার। এর আগের দিন ঘোষণা করা ওনানার দলবদল। ইএসপিএনের খবর, এই ধারের চুক্তিতে কোনো ফি নেই। তবে ধারের সময়টায় ওনানার পারিশ্রমিকের কোনো অংশ ইউনাইটেডকে দিতে হবে না। ভবিষ্যতে পাকাপাকি চুক্তির কোনো শর্তও নেই আপাতত। কিছুদিন আগে বেলজিয়ান গোলকিপার সানে লমেন্স যোগ দেওয়ার পরই ইউনাইটেড থেকে বিদায়ের ডাক শুনছিলেন ওনানা। লমেন্সকে গিয়ে ইউনাইটেডের গোলকিপার হয়ে যায় চারজন। ক্লাব অবশ্য চারজনকে রেখে দিতে আপত্তি জানায়নি। তবে নিজের ভবিষ্যৎ বুঝে যান ওনানা। ২০২৩ সালে ৪ কোটি ৭২ লাখ পাউন্ডে ওনানাকে এসি মিলান থেকে ইউনাইটেডে নিয়ে আসেন সেই সময়ের কোচ এরিক টেন হাগ। দুজন আগে একসঙ্গে ছিলেন আয়াক্সে। তবে ওনানাকে নিয়ে সংশয়-প্রশ্ন তখনই ছিল। যা...