ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্র এবং দেশের গণতন্ত্র ধ্বংসের চেষ্টার দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি কারমেন লুসিয়া আনতুনেস রোচা ও ক্রিস্তিয়ানো জানিনের রায়ের মধ্য দিয়ে বিচারক প্যানেলের পাঁচজনের মধ্যে চারজন তাঁকে দোষী সাব্যস্ত করেন। আদালতে রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস বলেন, বোলসোনারো গণতন্ত্রের মূল স্তম্ভ ভেঙে ফেলার চেষ্টা করেছেন, যার পরিণতি হতো ব্রাজিলে আবারও একনায়কতন্ত্রের প্রত্যাবর্তন। বিচারপতি রোচা তাঁর চূড়ান্ত ভোটে বলেন, ব্রাজিলে “বিরুদ্ধগণতন্ত্রের বিষবীজ” বপনের চেষ্টা হয়েছিল, তবে দেশের প্রতিষ্ঠানগুলো সেই আঘাত সামলে উঠেছে এবং প্রতিরোধ করছে। তাঁর ভাষায়, “ব্রাজিলের গণতন্ত্র টলোমলো হয়নি, বরং কর্তৃত্ববাদী ভাইরাসের বিস্তার ঠেকাতে লড়াই করছে।” মঙ্গলবার বিচারপতি মোরায়েস এবং ফ্লাভিও দিনোও বোলসোনারোকে দোষী সাব্যস্ত করে বলেন, ৭০ বছর বয়সী এই...