বহুজাতিক টুর্নামেন্টে প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল দল– এমন পরিস্থিতির সামনে পড়লেই বাংলাদেশের যেন ‘ত্রাহি মধুসূদন’ দশা হয়। সময়ে অসময়ে বড় জয়ও পায়, তবে সংখ্যাটা খুব কম; বেশিরভাগ ক্ষেত্রে জিততে হয় কষ্টেসৃষ্টে, হারের সংখ্যাটাও নেহায়েত কম নয়। বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়ার শুরু ধরা হয় ২০০৭ বিশ্বকাপকে। সেই বিশ্বকাপ থেকে শুরু, সে রেওয়াজ এখনও বাংলাদেশ বেশ আয়োজন করে লালন করছে। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে বারমুডাকে হারাতে বেগ পেতে হয়েছিল, নবাগত আয়ারল্যান্ডের কাছে তো হেরেই বসেছিল। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল আর নেদারল্যান্ডসকে হারাতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল দলকে। শেষ ওয়ানডে বিশ্বকাপে তো নেদারল্যান্ডসের কাছে হারতেই হয়েছিল! ‘ট্রেন্ড’টা যে পাল্টায়নি, তা নিশ্চয়ই ধরতে পারছেন বেশ করে! সে ভাবনাটা মাথায় রাখলে আইসিসি র্যাঙ্কিংয়ের ২৪ নম্বর দল হংকংকে পুঁচকে মনে হয় না। বরং...