বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। অন্যদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চলতি মাসের মধ্যে শেষ করার উদ্যোগ নিয়েছে কমিশন। কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারিত হয়েছে। এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নতুন ২২টি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের জন্য পাঠানো কাগজপত্র ইতিমধ্যে সচিবালয়ে পৌঁছেছে। প্রাপ্ত তথ্যগুলো একটি ব্রডশিট আকারে একত্রিত করে কমিশনে উপস্থাপন করা হবে। এরপর কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে প্রতীক বরাদ্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে আখতার আহমেদ সাংবাদিকদের আরও জানান, প্রতীক সংক্রান্ত বিধিমালার সংশোধনের প্রস্তাব এখনও আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, কমিশনের লক্ষ্য হচ্ছে নির্ধারিত সময়সীমার...