ডাকসু নির্বাচনে শুধুই মৌলবাদী উত্থান ঘটেনি বরং প্রতিবাদী ছাত্রসমাজ তাদের ভোটে একটি নতুন রাজনৈতিক বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের জয় শুধু তাদের সাংগঠনিক শক্তির কারণে হয়নি। বরং প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতিবাচক আচরণ ও ধারাবাহিক ট্রল রাজনীতির প্রতিবাদে শিক্ষার্থীরা ভিন্নমত প্রকাশ করেছে। এখানে শুধু ধর্মীয় বা মতাদর্শিক ভোট হয়নি প্যান্ট-শার্ট পরা মেয়েরাও শিবিরকে ভোট দিয়েছে, স্কার্ট পরা মেয়েটাও শিবিরের প্রার্থীকেই ভোট দিয়েছে।” ফুয়াদ বলেন, নির্বাচনে শিবিরের যে প্রার্থী জিএস হয়েছেন, তিনি ক্যাম্পাসে খুব একটা পরিচিত ছিলেন না। কিন্তু একটি মেয়ের রিটের মাধ্যমে তার প্রার্থিতা বাতিলের চেষ্টা করে উল্টো তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলা হয়। এছাড়া...