জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদের পোলিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা। এবিষয়ে এনাম মেডিকেল কলেজে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন বলেন, আমাদের এখানে তাকে মৃত অবস্থায় নিয়ে আশা হয়েছে৷ আমরা ইসিজি করে নিশ্চিত হয়েছি তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাকসু নির্বাচনে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম...