একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের বাইবেলখ্যাত ‘উইজডেন’। গত ২৫ বছর টেস্ট ফরম্যাটে রাজত্ব করেছে এমন সব ক্রিকেটারদের স্থান হয়েছে সেই একাদশে। সর্বোচ্চ ৫ জন ক্রিকেটার রয়েছেন অস্ট্রেলিয়া থেকে। ভারতের দুই ক্রিকেটার থাকলেও বাংলাদেশ-পাকিস্তানের কোনো ক্রিকেটারের সুযোগ মেলেনি উইজডেনের সেরা টেস্ট একাদশে।উইজডেনের শতাব্দীর সেরা টেস্ট একাদশে ওপেনার হিসেবে রয়েছেন ভারতের বিরেন্দর শেবাগ ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। টপ অর্ডারে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং।টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা স্টিভেন স্মিথ আছেন সেরা একাদশে। অলরাউন্ডার হিসেবে উইজডেন বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে। মিডল অর্ডারে প্রোটিয়া এই ক্রিকেটারের সঙ্গে জুটিতে রয়েছেন একবিংশ শতাব্দীর আরেক প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স।বোলিংয়ে পেসার হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ভারতের জাসপ্রিত বুমরাহ। এ...