বলিউড অভিনেত্রী দিয়া মির্জার মা একজন বাঙালি, আর তার বাবা ছিলেন জার্মান নাগরিক। দিয়া মির্জার বয়স যখন ১০ বছর তখন তার বাবা মারা যান। এরপর দিয়া মির্জাকে দত্তক নেন এক মুসলিম দম্পতি। দিয়া মির্জা তার পালক পিতার পদবি নিজের নামের সঙ্গে ব্যবহার করেন। তার পালক বাবার নাম আহমেদ মির্জা ।সম্প্রতি পরিবেশ সচেতনতা বাড়াতে কলকাতায় একটি আলোচনাসভায় যোগ দিতে এসে এসব কথা জানিয়েছেন দিয়া মির্জা। এক সাক্ষাৎকারে দিয়া মির্জা বলেন, ‘‘পরিবেশ সচেতনতা বাড়াতে ১০ বছর ধরে প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করি না।’’আরো পড়ুন:অনুপ্রাণিত হওয়ার জন্য গল্প খুঁজছেন আলিয়ালাইফ সাপোর্টে ফরিদা পারভীন মুসলিম পরিবারের শিক্ষা বহন করেন উল্লেখ করে দিয়া মির্জা বলেন, ‘‘আমি স্পষ্ট বাংলা বলতে পারি। কারণ আমার মা একজন বাঙালি। আর বাবা ছিলেন জার্মান, খ্রিষ্টান। ৯ বছর বয়সে বাবাকে হারাই।...