সামাজিক মাধ্যমে কনটেন্ট বানানো এখন আর কোনো শখ বা বাড়তি আয়ের সুযোগ নয়, এটি অনেকের জন্য পরিণত হয়েছে একটি লাভজনক ক্যারিয়ারে। সৃজনশীলতার মাধ্যমে কোটি কোটি টাকা আয় করার পাশাপাশি ক্রিয়েটররা এখন সে অর্থ দিয়ে উদ্যোক্তা হওয়ার পথেও এগিয়ে যাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘স্টারস ইনসাইডার’। বিনোদনের সীমানা ছাড়িয়ে কনটেন্ট ক্রিয়েশন আজ এক বিশাল ব্যবসায় রূপ নিয়েছে। চলুন দেখে নেওয়া যাক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সবচেয়ে বেশি আয় করছেন কারা- অনুসারীর সংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় কনটেন্ট ক্রিয়েটরদের একজন মিস্টার বিস্ট। তার অনুসারীর সংখ্যা ৫০ কোটিরও বেশি এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ৩৮ কোটি। ‘স্কুইড গেইম’ সাজানো থেকে শুরু করে সমুদ্রে ভেলায় বেঁচে থাকার মতো কনটেন্ট তৈরি করে প্রতিটি ভিডিওতে প্রায় ১০ কোটি ভিউ পান তিনি। কনটেন্ট ক্রিয়েশন, পোশাক ব্র্যান্ড এবং...