আমতলীতে তিন কেজি গাঁজাসহ আমিরুল মাতুব্বর (৩৫) নামে এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার সময় অভিযান পরিচালনা করে গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে। এ সময় তার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করে তার মধ্যে থেকে পলিথিনে মোরানো তিন কেজি গাঁজা জব্দ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মস্তফা মাতুব্বরের ছেলে মাদক সম্রাট আমিরুল মাতুব্বর একজন চিহ্নিত মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে সে মাদক বিক্রির সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার একদল পুলিশ বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার সময় আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে অভিযান পরিচালনা করে আমিরুলকে আটক করে। এসময় তার ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোরানো ৩টি প্যাকেট থেকে ৩ কেজি গাঁজা জব্দ করে...