১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ এএম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জসনে জুলুসে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে মুফতি গিয়াসউদ্দিন তাহেরীসহ ১৬ জনের নামে মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত্ তাহেরীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং তাহেরীকে ঘিরে চলমান বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। গত ৮ সেপ্টেম্বর বিজয়নগর উপজেলা হেফাজতে ইসলামের আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলা নথিভুক্ত হয় থানার ১৭ নম্বর মামলা হিসেবে। এজাহারে উল্লেখ করা হয়, ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে আয়োজিত...