১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ এএম যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ককে হত্যাকারীকে ধরিয়ে দিলে এক লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। কার্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ছিলেন এবং তাঁর হত্যাকাণ্ডে আইনপ্রয়োগকারী সংস্থার নজর এখনো সতর্কভাবে অনুসরণ করছে। বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় চার্লি কার্ক গুলিবিদ্ধ হন। গুলি তার ঘাড়ে লাগে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হত্যাকারীকে ধরতে জনসাধারণের সহায়তা চেয়েছে এফবিআই। তারা ইতিমধ্যেই সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে এবং এই তথ্য প্রদানের জন্য এক লাখ ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এফবিআই-এর সল্ট লেক সিটি শাখা সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে। এই ব্যক্তিকে শনাক্ত...