৭২ ঘণ্টায় ছয়টি দেশে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। যার সর্বশেষ লক্ষ্য ছিল কাতারের রাজধানী দোহা। হামলা করেছে ফিলিস্তিন, লেবানন, সিরিয়ায়, তিউনিসিয়া, কাতার এবং ইয়েমেনে। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের একটি বৈঠকে হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। এই বৈঠকে গাজায় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। এই হামলায় অন্তত ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন শীর্ষ হামাস নেতা খালিল আল-হাইয়ার ছেলে, তার দপ্তরের পরিচালক, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। তবে হামাসের শীর্ষ নেতৃত্ব হামলা থেকে বেঁচে গেছেন বলে জানা গেছে। এটি ছিল ইসরায়েলের একটি বড় ধরনের অভিযানের অংশ। যেখানে দেশের সীমা ছাড়িয়ে ছয়টি দেশে হামলা চালানো হয়েছে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে। চলতি বছর এ পর্যন্ত সাতটি দেশে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। সোমবার...