নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সদ্য বরখাস্ত হওয়া প্রধান এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে কর ফাঁকি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। তাদের অনুসন্ধানে জানা গেছে, শাহীনুল ইসলাম কানাডায় মেয়ের নামে ১ কোটি ১১ লাখ টাকার বেশি অর্থ স্থানান্তর করেছেন। অথচ কর নথিতে তিনি কেবল ১০ লাখ টাকা প্রেরণের তথ্য দেখিয়েছেন। এনবিআরের অনুসন্ধানে আরও বেরিয়ে এসেছে, তার একাধিক ব্যাংক হিসাব, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা (বিকাশ, রকেট), এবং ক্রেডিট কার্ডে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে, যা কর নথিতে অপ্রকাশিত। ২০ লাখ টাকার একটি এফডিআর-ও গোপন রাখার প্রমাণ মিলেছে। এছাড়া, সম্পত্তি ক্রয়েও গড়মিল পাওয়া গেছে। স্ত্রী সুমা ইসলামের নামে রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি ১,১০৫ বর্গফুটের ফ্ল্যাট মাত্র ৩১ লাখ টাকায় কেনা হয়েছে বলে...