কাঠমাণ্ডু বিমানবন্দর থেকে বার হলেই এমন দৃশ্য ছড়িয়ে আছে রাস্তাজুড়ে। দিকে দিকে পোড়া গাড়ি রাস্তার উপর উল্টে আছে। শুক্রবার সকালেও কারফিউ জারি আছে গোটা নেপালজুড়ে। সেনা বাহিনী টহল দিচ্ছে রাস্তায়। গাড়ি আটকে চলছে তল্লাশি। হিলটন হোটেল থেকে এখনো ধোঁয়া বার হচ্ছে। দমকল কর্মীরা কাজ করছেন ভিতরে। আগুনে পুড়ে কালো হয়ে গেছে খবরের কাগজের দপ্তর। পুড়ে গেছে সাংবাদিকদের গাড়ি, বাইক, স্কুটি। সেনার সদর দপ্তরে বৃহস্পতিবার মাঝরাত পর্যন্ত বৈঠক হয়েছে। দফায় কথা বলেছেন প্রেসিডেন্ট। বৈঠকে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি। কিন্তু এখনো সমাধানসূত্র মেলেনি। তবে সুশীলা কারকির নাম এখনো সবার...