সাবেক বিচারপতি (অবসরপ্রাপ্ত) এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা হলফনামা দিয়ে প্রতারণার মাধ্যমে পূর্বাচলে প্লট আত্মসাতের অভিযোগে সাবেক বিচারপতি (অবসরপ্রাপ্ত) এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামাল, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদাসহ সাতজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার করে পাঁচ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মানিকের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করা হয়। অন্যদিকে রাজউকের প্লট আত্মসাতের অভিযোগে মানিকসহ সাতজনের বিরুদ্ধে দ্বিতীয় মামলা দায়ের করা হয়েছে। মানিক ছাড়াও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামাল, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, এম জয়নাল আবেদীন ভুইয়া, রাজউক...