ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনা কার্যকর করার পথে এগিয়ে যাচ্ছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে ফিলিস্তিনি রাষ্ট্রের ভবিষ্যত কার্যত অনিশ্চিত হয়ে পড়বে। নেতানিয়াহু প্রকাশ্যেই ঘোষণা করেছেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র হবে না।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার নেতানিয়াহু একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তির মাধ্যমে পশ্চিম তীরকে কার্যত দুই ভাগে ভাগ করা হবে এবং নতুন ইহুদি বসতি নির্মাণ করা হবে। জেরুসালেমের পূর্বে অবস্থিত মা’আলে আদুমিমে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন,‘আমরা আমাদের অঙ্গীকার পূরণ করতে যাচ্ছি—ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই জায়গা আমাদের। আমরা শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি।’ প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকায় গড়ে উঠবে ‘ইস্ট ওয়ান বা ই১’ প্রকল্প। এতে ৩,৪০০টি নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিম তীরের বড় অংশ কার্যত পূর্ব...