রাশিয়ার তেল আমদানি করায় ভারত ও চীনের বিরুদ্ধে কঠোরভাবে জি৭ ভুক্ত দেশগুলোকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন নিয়ে মস্কোকে আলোচনার টেবিলে আনতে ট্রাম্প এ আহ্বান জানান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট চারজন ব্যক্তি এ তথ্য জানান। খবর ফাইনান্সিয়াল টাইমসইউক্রেন নিয়ে শান্তি চুক্তি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভিডিও কলে আলোচনা করবেন জি৭ ভুক্ত (জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র) দেশগুলোর অর্থমন্ত্রীরা।এদিকে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নকে ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানান ট্রাম্প। এবার তিনি জি৭ ভুক্ত দেশগুলোকেও একই আহ্বান জানালেন।মার্কিন অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন, রাশিয়া থেকে ভারত ও চীন তেল ক্রয়ের মাধ্যমে পুতিনের হাতকে শক্তিশালী করছে। ফলে রুশ প্রেসিডেন্ট আরও তীব্র গতিতে ইউক্রেনে...