২০১৬ সালের ১৬ জুলাই। নিছক আগ্রহ থেকে ফটোগ্রাফার হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের স্টেজে উঠে আসেন আবীর সাদাফ। সেটিই আজ রূপ নিয়েছে সৃজনশীলতা ও দীক্ষার এক আজীবন যাত্রায়। এ বছরই মিডিয়ায় এক দশকে পদার্পণ করতে যাচ্ছেন আবীর। এসময়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন অভিনেতা, সঙ্গীতশিল্পী ও ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস্ট হিসেবে। আবীরের যাত্রা শুরু হয় যখন ওয়ারফেইজ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ব্যান্ড লিডার শেখ মনিরুল আলম টিপু’র হাত ধরে। তাকে ব্যান্ডের অফিশিয়াল ফটোগ্রাফার হিসেবে নিয়োগ করা হয়। এর কিছুদিন পরই শিরোনামহীন-এর জিয়াউর রহমান জিয়ার সঙ্গে কাজ শুরু করেন। যেখান থেকে শিল্প আর পেশাদারিত্বের সূক্ষ্ম ভারসাম্য শিখে নেন। পথ খুলে যায় এলআরবি এবং কিংবদন্তি আইয়ুব বাচ্চুর দিয়ে। যেটা সম্ভব হয় ব্যান্ড এলআরবি’র ম্যানেজার ও সাউন্ড ইঞ্জিন্যার শামীম আহমেদের কল্যানে। এই সূত্রেই আবীর প্রবেশ করেন...