নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌকায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাবুর্চি দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাটে মেঘনা নদীর তীরে ‘মাস্টার মাঝি’ নামের একটি মাছ ধরার নৌকায় এ ঘটনা ঘটে বলে চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের এসআই মো. আবদুল বাতেন জানান। দগ্ধ ৬০ বছর বয়সী বাবুর্চি হেমা মাঝি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর বসু গ্রামের আলী মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, চেয়ারম্যান ঘাটের আড়তদার নিজাম উদ্দিনের ‘মাস্টার মাঝি’ নৌকাটি দুইদিন আগে নদীতে মাছ ধরে ঘাটে ফেরে। নৌকার মাঝিরা নিজ নিজ বাড়িতে চলে গেলেও হেমা নৌকায় একাই ছিলেন। ঘটনার সময় নৌকায় চুলাতে রান্না করছিলেন হেমা। এ সময় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহুর্তের মধ্যে নৌকার কাঠগুলো খুলে আলাদা হয়ে যায়। শব্দ শুনে আশপাশের...