বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন অক্টোবরে অনুষ্ঠিত হবে৷ সেই নির্বাচনে অংশ নেবেন তামিম ইকবাল। গুঞ্জন রয়েছে, সভাপতি পদেই লড়বেন তিনি। একই পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলামও। তামিম সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হলেও তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখছেন বর্তমান বিসিবি সভাপতি।দেশের এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আমিনুল ইসলাম কথা বলেন আসন্ন বিসিবি নির্বাচন নিয়ে। কেন তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন সেটিও জানিয়েছেন তিনি।বিসিবির নির্বাচনে আমিনুল ইসলামের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তামিম ইকবাল। সম্ভাব্য এ লড়াইকে কীভাবে দেখেন—এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘তামিমকে আমি স্নেহ করি। বাংলাদেশের ক্রিকেটে ওর যে অবদান ক্রিকেটার হিসেবে, অধিনায়ক হিসেবে দারুণ কাজ করেছে সে। তামিমের যে অভিজ্ঞতা, ক্রিকেটের প্রতি তার সততা; আমি সত্যিই তাকে সম্মান জানাই। এটাকে আমি প্রতিযোগিতা হিসেবে দেখি না। এক্ষেত্রে আমি...