এশিয়া কাপে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। হংকংকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপপর্বের প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলেছে লিটন দাসের দল। যদিও লক্ষ্য তাড়ায় ধীরগতিতে রান তোলা নিয়ে প্রশ্ন উঠছে। জয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া লিটন ম্যাচ শেষে ব্যাখ্যা দিয়েছেন সেটির। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে হংকংকে ব্যাটে পাঠান অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে ইয়াসিম মুরতাজার দল। জবাবে ১৪ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে লাল-সবুজের দল। ব্যাটে সর্বোচ্চ ৫৯ রান আসে অধিনায়ক লিটনের থেকে। হংকংকে ১৪৩ রানে আটকে রাখতে বোলাররাও দারুণ করেছেন। লিটন বলেছেন, ‘আমরা খুব ভালো খেলেছি। গত কয়েক বছরে আমাদের পেস বোলিং বিভাগ খুব ভালো করেছে এবং আমরা কেবল একজন লেগ স্পিনার খুঁজছিলাম, রিশাদ খুব...