বাগেরহাটের চারটি আসন পূনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)) সন্ধ্যায় দু'দিনের হরতাল শিথিল করে আগামী রোববার চার দিনের ধারাবাহিক এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার সময় মসজিদে মসজিদে দাবির ব্যাপারে সচেতন করতে আলোচনা। রোববার ( ১৪ সেপ্টম্বর) জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস আদালতের সামনে অবস্থান কর্মসূচি। সোমবার থেকে বুধবার পর্যন্ত (১৫, ১৬ ও ১৭ সেপ্টন্বর) সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা হরতাল মুক্ত থাকবে। আসন পুনরুদ্ধার গঠিত সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মো. ইউনুস বলেন, আমাদের পূর্ব ঘোষিত হরতাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিথিলের ঘোষণা দিয়ে ৪ দিনের...