ভারতের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে কংগ্রেসের সাম্প্রতিক বৈঠক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কলকাতায় দলের প্রদেশ নেতৃত্বের সঙ্গে বসেছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল। সেখানেই তিনি জানিয়ে দেন, কংগ্রেসের প্রধান লক্ষ্য এখন দলকে শক্তিশালী করা। জোট নিয়ে আলোচনা পরে হবে। ভোটের সময় প্রয়োজন মনে হলে সিপিএম বা অন্য কোনও দলের সঙ্গে সমঝোতা হতে পারে। কিন্তু আপাতত কংগ্রেস চাইছে, নিজেদের সাংগঠনিক শক্তি বাড়িয়ে মাঠে নামতে। বেণুগোপাল বলেন, বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ বড় সাড়া পেয়েছে। বাংলাতেও যদি একইভাবে কর্মসূচি নেওয়া যায়, তবে তা কংগ্রেসকে নতুন প্রাণ দেবে। এ ধরনের বড় সভা বা সম্মেলনে রাহুল গান্ধী নিজে যোগ দিতে চান। তার উপস্থিতি শুধু কর্মীদের মনোবল বাড়াবে না, ভোটের আগে কংগ্রেসকে অন্যভাবে তুলে ধরবে। বিগত কয়েক বছরে বাংলায় কংগ্রেস কার্যত প্রান্তিক শক্তি হয়ে আছে।...