জানা যায়, ১৮৭০ সালে আসাম-বেঙ্গল রেলপথের অংশ হিসেবে স্থাপিত হয় দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা। ১১০ দশমিক ২৯ একর বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা এই শিল্প প্রতিষ্ঠানে রয়েছে ২৭টি উপকারখানা। এখানে প্রস্তত ও মেরামত হয় যাত্রীবাহী কোচ, মালবাহী ওয়াগন, স্টিম রিলিফ ক্রেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বগি, পাশাপাশি তৈরি হয় হাজারো ধরনের ৬ শত ৪৩ ধরনের খুচরা যন্ত্রাংশ। কিন্তু সময়ের সাথে সাথে নানা কারণে কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আধুনিকায়ন, শূন্য পদ, কাঁচামালের অভাব সব মিলিয়ে ইতিহাসের এই প্রতিষ্ঠান সংকটের মুখোমুখি। পাকিস্তান আমল ও স্বাধীনতার পরও এটি দেশের রেল খাতের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে কাজ করত। একসময় এখানে প্রায় ১২-১৫ হাজার শ্রমিক কাজ করতেন। কিন্তু আধুনিকায়ন ও উন্নয়ন উদ্যোগের অভাব, বাজেট সংকট, এবং নতুন প্রযুক্তি সংযোগের অভাবে ক্রমে এটি ধীরে ধীরে হারিয়েছে তার প্রাচীন...