নওগাঁর মান্দায় দুর্নীতির অভিযোগে পরানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে বিদ্যালয়ে চত্বরে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় পরানপুর উচ্চ বিদ্যালয়ে কোচিং-এ বেশি ফি নেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক আবদুল ওয়াহেদ আলীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেইসাথে শিক্ষার্থীরা তার পদত্যাগও দাবি করে বিদ্যালয়ের অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন প্রধান শিক্ষককে।তাৎক্ষণিক ভাবে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। দিনভর ব্যাপক বিক্ষোভ ও তীব্র আন্দোলনের মুখে অবশেষে বেলা ৩টায় প্রধান শিক্ষক পদত্যাগ করেন। পদত্যাগ পত্রটি সহকারী প্রধান শিক্ষককের নিকট হস্তান্তর করেছেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী , ভারপ্রাপ্ত ৩ নং...