১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ এএম বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) টিকাদান কার্যক্রমে সাময়িকভাবে টিকার ঘাটতি দেখা দিয়েছে। মাসখানেক ধরে কিছু জেলার উপজেলা পর্যায়ে কিছু ভ্যাকসিনের সরবরাহে বিলম্ব হওয়ায় শিশুদের নির্ধারিত সময়মতো টিকা দেওয়া কিছুটা ব্যাহত হচ্ছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর দাবি করছে, দেশের সামগ্রিক টিকাদান কার্যক্রমে কোনো ধরনের স্বল্পতা নেই এবং শিশুদের টিকা কার্যক্রম অব্যাহত আছে। ২০২৪ সাল থেকে বাংলাদেশকে ইপিআই টিকা কিনে সরবরাহ করতে হচ্ছে। এর আগে এই ভ্যাকসিনগুলো বিনামূল্যে পাওয়া যেত। সম্প্রতি কয়েকটি জেলার সিভিল সার্জন জানিয়েছেন, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা এবং গাজীপুরের কিছু উপজেলায় টিকার সংকট দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করছেন, এই সমস্যা মূলত টিকা বিভিন্ন জেলায় একযোগে বিতরণ করার কারণে সাময়িক বিলম্বের কারণে হয়েছে, যা...