১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের নওগাঁ কাঠালী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক শহর আলীর একটি বাড়ি ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক শহর আলীর দাবি, শত্রুতামূলকভাবে কেউ এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, শহর আলীর বাড়ির পাশে শুকনা খড়ের পালা রাখা ছিল। রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তিরা খড়ের পালায় আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। লেলিহান শিখায় দাউদাউ করে জ্বলে উঠে পাশের ঘরবাড়ি। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘোড়াঘাট ও পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক...