ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় লোক নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ ক্যাটাগরির পদে মোট ১২৪ জনকে নিয়োগ দেওয়া হবে।অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন শুরু হয়েছে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)। পদ১. সিস্টেম অ্যানালিস্টপদসংখ্যা: ১বয়স: অনূর্ধ্ব ৪০ বছরসাকল্যে বেতন: ৬৬ হাজার টাকা ২. প্রোগ্রামারপদসংখ্যা: ১বয়স: অনূর্ধ্ব ৩৫ বছরসাকল্যে বেতন: ৫৬ হাজার ৫২৫ টাকা৩. সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলীপদসংখ্যা: ১বয়স: অনূর্ধ্ব ৩২ বছরসাকল্যে বেতন: ৩৫ হাজার ৬০০ টাকা ৪. প্রশাসনিক...