বক্স অফিসে ঝড়, সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ দর্শকের প্রশংসা আর সমালোচকদের ইতিবাচক রিভিউ; গত ২৮ আগস্ট মুক্তির পর থেকে এর সবই পেয়েছে মালয়ালম সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’। এবার বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল সিনেমাটি। নতুন রেকর্ডকেবল দক্ষিণ ভারত নয়, গোটা ভারতীয় সিনেমাপ্রেমীর দৃষ্টি এখন ডোমিনিক অরুণ পরিচালিত এই সুপারহিরো সিনেমাটির দিকে। কল্যাণী প্রিয়দর্শন অভিনীত এই মালয়ালম সুপারহিরো ছবি বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে চলেছে। মাত্র ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি ইতিমধ্যে ২০২৫ সালের তৃতীয় সর্বাধিক আয় করা মালয়ালম চলচ্চিত্রে পরিণত হয়েছে। মুক্তির ১৩ দিনে ভারতে সিনেমাটির আয় ৯৭ কোটি ৭৫ লাখ রুপি। বিদেশেও দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। দেশ–বিদেশ মিলিয়ে এখন পর্যন্ত ছবিটির আয় ২০৩ কোটি রুপি! মাত্র ১৩ দিনের মাথায় ৬০০ শতাংশ মুনাফার রেকর্ডও করেছে এই ছবি। মুনাফা ভাগাভাগির...