২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। ই্তোমধ্যেই ফিফা টিকিট বিক্রির প্রথম ধাপ (প্রি-সেল) শুরু করেছে। সেই প্রি সেলে দাপট দেখিয়েছেন আর্জেন্টাইন সমর্থকেরা। আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার পর সবচেয়ে বেশি টিকিটের আবেদন এসেছে আর্জেন্টিনা থেকে — এমনটাই নিশ্চিত করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, প্রি-সেলের প্রথম ২৪ ঘণ্টায় ২১০টি দেশ থেকে এসেছে ১৫ লাখেরও বেশি আবেদন। আর্জেন্টিনার পাশাপাশি কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানির সমর্থকরাও বিপুল আবেদন করেছেন। ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর প্রধান নির্বাহী হেইমো শির্গি বলেন, ‘স্বল্প সময়ে এত বিপুল আবেদন প্রমাণ করে দিয়েছে যে, ফুটবল ইতিহাসে এই বিশ্বকাপ এক নতুন মাইলফলক হতে যাচ্ছে।’ নিয়মানুযায়ী, প্রথম ধাপে আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিতদের ২৯ সেপ্টেম্বর থেকে ই-মেইলে জানিয়ে দেওয়া হবে। এরপর ১ অক্টোবর...