ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নাটকীয় উত্তেজনায় ভরপুর এক ম্যাচে শেষ বলে ১ রানে জয় পেয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। আর এই রোমাঞ্চকর জয়ের নায়ক ছিলেন বারবাডোজেরই সন্তান জেসন হোল্ডার। দীর্ঘ এক দশক বারবাডোজ রয়্যালসের হয়ে খেলা এই অল-রাউন্ডার এবার প্রতিপক্ষের জার্সিতে নিজ জন্মভূমির দলের প্লেঅফের স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছেন নিজের ব্যাট-বল দুই হাতেই দাপট দেখিয়ে। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকালে বারবাডোজের ব্রিজটাউনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫০ রান তোলে প্যাট্রিয়টস। ইনিংসের শুরুটা ছিল মন্থর—মোহাম্মদ রিজওয়ান ৩৯ রান করলেও অন্য ব্যাটাররা ছিলেন ব্যর্থ। তবে ইনিংসের গতি বদলে দেন হোল্ডার। মাত্র ৩০ বলে ৫ ছক্কায় ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন তিনি। নাভিন বিদাইসি করেন ২৩ বলে ৩০ রান। ১৫১ রানের লক্ষ্য...