১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ এএম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরের দখলকৃত এলাকায় বসতি সম্প্রসারণের একটি নতুন প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করেছেন। এই উদ্যোগের ফলে ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা কার্যত অসম্ভব হয়ে পড়বে। নেতানিয়াহুর এ সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ে সমালোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় নেতানিয়াহু একটি চুক্তিতে স্বাক্ষর করেন, যার মাধ্যমে পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করে নতুন বসতি নির্মাণের পথ সুগম হবে। তিনি স্পষ্টভাবে বলেছেন, “কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই জমি আমাদের।” তাঁর বক্তব্য অনুযায়ী, পরিকল্পনার আওতায় এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পদক্ষেপকে তিনি “আমাদের প্রতিশ্রতি পূরণ” হিসেবে বর্ণনা করেছেন। নেতানিয়াহুর এই পরিকল্পনার আওতায় পশ্চিম তীরে ৩ হাজার ৪০০টি নতুন ইসরায়েলি বসতি...