স্বজনদের কাছ থেকে জানা গেল, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন মোহাম্মদ শাহেদ। গ্রামের বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও পাশের কলেজ থেকে এইচএসসি পাস করে চট্টগ্রামের ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে সংসারে সহযোগিতাও করতেন। মাকে কথা দিয়েছিলেন, আর কিছুদিন পর পড়াশোনার পাট চুকলেই চাকরিতে ঢুকবেন। মায়ের দায়িত্ব নেবেন। শাহেদের সে স্বপ্ন আর পূরণ হলো না। গত বুধবার সন্ধ্যায় বাবার ছুরিকাঘাতে নিজ বাড়িতে মৃত্যু হয় তাঁর। বাবার একমাত্র ছেলে শাহেদ ছিলেন সবার আদরের। বাবা নুরুজ্জামানের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। সাহেদকে হারিয়ে এখন পাগলপ্রায় তাঁর মা কামরুজ্জাহান। বুধবার রাত নয়টার দিকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলেকে নিয়ে আসা কামরুজ্জাহানের সঙ্গে দেখা হয়। হাসপাতালে আনার আগেই রক্তক্ষরণে...