হাসপাতালে দেওয়া স্বাস্থ্যশিক্ষা কর্মসূচি মা ও নবজাতকের যত্নে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সহায়ক হচ্ছে বলে নূরা হেলথ বাংলাদেশের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই গবেষণার ফলাফল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রকাশ করা হয়। দেশব্যাপী স্পেশাল কেয়ার নিওনেটাল ইউনিটে (স্ক্যানু) নূরা হেলথ পরিচালিত কেয়ার কম্প্যানিয়ন প্রোগ্রাম (সিসিপি) সেশনের কার্যকারিতা নিয়ে করা গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যশিক্ষা পাওয়া মায়েদের মধ্যে শুধু বুকের দুধ খাওয়ানো (ইবিএফ) সম্পর্কে সচেতনতা দ্বিগুণ বেড়েছে এবং এই চর্চার হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) বিষয়ে সচেতনতা ৫৯ শতাংশ পর্যন্ত বেড়েছে এবং বাস্তব প্রয়োগে সিসিপি গ্রুপের মায়েদের হার দ্বিগুণ হয়েছে। এছাড়া নবজাতকের যত্নে খাওয়ানোর পর ঢেকুর তোলা ও নাভির যত্ন নেওয়ার মতো বিষয়গুলোতেও উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। তবে গবেষণায় দেখা...