সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠেছিল, ম্যাচটা আরেকটু তাড়াতাড়ি শেষ করা যেত কি না? তাওহিদ হৃদয় জানালেন, তাঁদের সেই চেষ্টা ছিল। কিন্তু পরিস্থিতির কারণে পারেননি। তাঁদের কাছে শেষ পর্যন্ত ম্যাচের ফলটাই গুরুত্বপূর্ণ। হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপে গতকাল আবুধাবিতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে প্রায় একইরকম কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাসও। তবে টুর্নামেন্টে প্রেক্ষাপটের কারণেই বি গ্রুপে রান রেট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। এই গ্রুপ থেকে সুপার ফোরের দৌড়ে থাকা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের লক্ষ্য থাকবে রান রেট বাড়িয়ে নেওয়ার। আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে তা পারলেও বাংলাদেশ খুব ভালোভাবে করতে পারেনি। নিজেদের প্রথম ম্যাচটা জিতে শীর্ষে থাকা আফগানিস্তানের রান রেট ৪.৭০০। দ্বিতীয় বাংলাদেশের রান রেট ১.০০১। গল্পটা যদিও বাংলাদেশের জন্য নতুন নয়। তুলনামূলক ছোট দলগুলোর বিপক্ষে সব সময়ই এমন ভুগতে দেখা যায়...