আধুনিকতার ছোঁয়াতে আমাদের হারিয়ে গেছে জীবন ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা অনেক জিনিস। বিশে^র অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও তথ্য-প্রযুক্তি ও ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহার জীবনযাপনে নিয়ে এসেছে পরিবর্তন। আশি বা নব্বই দশকে যে যন্ত্রগুলো অত্যন্ত প্রয়োজনীয় ছিল, একবিংশ শতাব্দীতে সবই এখন কালের গর্ভে বিলীন। বাঙালি হিসেবে আমাদের দায়িত্ব, বাংলার যা ভালো তা ভালো বলে জানা আর যা মন্দ তা মন্দ বলে জানা। ভালো-মন্দ বেছে নেওয়া নিজের কাজ। কিন্তু জানাটা প্রত্যেক বাঙালির দরকারি কাজ। আবার কালের বিবর্তনে যা যা বদলাচ্ছে, তাও দেখতে হবে। একদিকে দেশের আধুনিকতায় পরিবর্তন, অন্যদিকে হারিয়ে ফেলা দেশের ও সভ্যতার ইতিহাস। যেমন এখন আর রেডিও নিয়ে কেউ খবর শোনার অপেক্ষায় থাকে না, সন্ধ্যা হতেই গ্রামে গ্রামে হারিকেন জ¦লে না, ঢেঁকির শব্দে মুখরিত হয় না হেমন্তের ধান ভানার উৎসব,...