সাম্প্রতিক সময়ে ফর্মের ধারাবাহিকতা চলমান এশিয়া কাপেও টেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারানোর পথে তিনি ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন। ৫৯ রানের ইনিংস খেলার পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। বর্তমানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারও তিনি। আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে গতকাল আগে ব্যাট করা হংকং ১৪৩ রান তুলেছিল। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন-সাকিব-রিশাদ। এরপর লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে শুরু থেকে পথ দেখান লিটন। পারভেজ হোসেন ইমন ১৪ বলে ১৯ ও তানজিদ তামিম ১৮ বলে ১৪ রানে ফিরলে জয়ের পথ সুগম করে লিটন ও তাওহীদ হৃদয়ের ৯৫ রানের জুটি। লিটন ৩৯ বলে ৫৯ রানে ফিরলেও হৃদয় ৩৫ রানে অপরাজিত ছিলেন। দলের জয় নিশ্চিত করার পথে ৬টি চার...