বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। আগে এর দাম ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। নতুন দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। চলতি বছরের দামের ধাপ— গত ১৬ ফেব্রুয়ারি প্রতিটির দাম ১ লাখ ২৫ হাজার থেকে বাড়িয়ে করা হয় ১ লাখ ৩৫ হাজার টাকা। এরপর ২০ এপ্রিল আরও বাড়িয়ে দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার টাকা। সর্বশেষ ১১ সেপ্টেম্বর এক লাফে ২০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৭০ হাজার টাকা। এ নিয়ে চলতি বছরে তৃতীয় দফায় বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম। স্বর্ণের পাশাপাশি রৌপ্যমুদ্রার দামেও পরিবর্তন আনা হয়েছে। বক্সসহ প্রতিটির দাম ১ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগে দাম ছিল...